সম্প্রীতির বাধনে আবদ্ধ হয়ে রুখতে হবে সাম্প্রদায়িকতা

দর্শনা রামনগর মহাশ্মশানে হিন্দু সম্প্রদায়ের বার্ষিক ধর্মীনুষ্ঠানে এমপি টগর

দর্শনা অফিস: দর্শনা রামনগর মহাশ্মাশানে হিন্দু সম্প্রদায়ের বার্ষিক ধর্মীনুষ্ঠান কালিপুজা উৎজাপিত হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে এ পূজা উদযাপনের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন অসম্প্রদায়িক বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দলমত, জাতি ভেদ নির্বিশেষে যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে; তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে শক্ত হাতে প্রতিহত করতে হবে। তাই আসুন সম্প্রীতির বাধনে আবদ্ধ হয়ে রুখতে হবে সাম্প্রদায়িকতা। ডা. দুলাল চন্দ্র দে’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র প্রার্থী আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক কিশোর কুমার কু-ু, কেরুজ অবসরপ্রাপ্ত এডিএম শেখ শাহাবউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্টো, সোলায়মান কবির, ফয়সাল। শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা মঙ্গলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, হিন্দু নেতা স্বরুপ কুমার দাস, দেবু বিশ্বাস, অমল স্বর্ণকার, কান্ত দেবনাথ, উত্তম অধিকারী প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More