ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ১০ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সকালে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।
এলাকাবাসীসূত্রে জানা যায়, শাহবাজপুর গ্রামের শাহিনের ১০ বছরের শিশু কন্যা নিজ বাড়িতে একা ছিলো। এসময় বাবা মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী কুদ্দুস বিশ্বাসের ছেলে হাফেজ রানা জোরপূর্বক শিশু কন্যাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক পলাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।
এছাড়া, আরও পড়ুনঃ