আলমডাঙ্গা ব্যুরো: শিশুকন্যাকে যৌন উত্ত্যক্তের অভিযোগ তুলে আব্দুল হাশেম নামের এক ফেরিওয়ালাকে পুলিশের হাতে তুলে দিয়েছে আলমডাঙ্গার এরশাদপুর গ্রামবাসী। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে আটকের পর উত্তম মাধ্যম শেষে থানা পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের গোরস্থানপাড়ার ফকির মোহাম্মদের ছেলে আবুল হাশেম (৫৫) ফেরিওয়ালা। গতকাল বিকেলে তিনি জিনিসপত্র বিক্রি করতে একই গ্রামের মসজিদপাড়ায় যান। সে সময় নির্জন স্থানে ৭ বছরের এক শিশুকন্যাকে কোলের ওপর বসিয়ে যৌন উত্ত্যক্ত করছিলেন। এমন অভিযোগ তুলে গ্রামের কিছু মানুষ ফেরিওয়ালা আবুল হাশেমকে সন্ধ্যায় পুলিশের হাতে তুলে দেন।
থানা কাস্টডিতে থাকা অভিযুক্ত আবুল হাশেম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি শিশুকন্যাকে আদর করছিলেন। তবে গ্রামসূত্রে জানা গেছে, অভিযুক্ত আবুল হাশেমের বিরুদ্ধে অতীতেও এ ধরণের অভিযোগ উঠেছিলো।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, যৌন উত্ত্যক্তের অভিযোগে গ্রামবাসী তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে উত্ত্যক্তের শিকার শিশুকন্যার অভিভাবকদের পক্ষ থেকে ফেরিওয়ালার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ