শক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
আলমডাঙ্গার খাদিমপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন পোশাক বিতরণকালে আসাদুল বিশ্বাস
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছেন। গত মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডে বিশ্বাস টাওয়ারে এ নতুন বস্ত্র খাদিমপুর ইউনিয়নের সচিব চিরকুমার সাহার হাতে তুলে দেন আসাদুল হক বিশ্বাস। এসময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের শক্ত হতে হবে। দুর্ঘটনা ঘটেছে, সরকারি বেসরকারিভাবে আপনাদের পাশে দাঁড়ানো হচ্ছে। আপনারা নিজেরা আবার চেষ্টা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ কৃষিতে অনেক অগ্রগতি করেছে। আপনাদের ক্ষতির কথা প্রকাশ করার ভাষা আমার নেই। তবুও বলবো, শক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমার সাধ্যমতো আপনাদের পাশে আছি আমি। আমাদের সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এসে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আ.লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি প্রমুখ। গতকাল বুধবার খাদিমপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এ সকল নতুন বস্ত্র তুলে দেয়া হয়েছে।