স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। গতকাল সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও সুশীল সমাজ গভীর শোক প্রকাশ করেছেন। গতকালই বাদ মাগরিব চুয়াডাঙ্গার জান্নাতুল মওলা কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বিকেল ৫টায় চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে তার কফিনে লাল সবুজের পতাকায় জড়িয়ে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত অফিসার ইন্সপেক্টর লুৎফুল কবীর, ও মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি হাফিজুর রহমান, ফজলুর রহমান সালাম প্রদর্শন করেন। এর আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের গ্রামের বাড়ি আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন রুপালি ব্যাংকের চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা শাখায় অফিসার পদে চাকরি করেছেন। তিনি ২০১৩ সালে চাকরি থেকে অবসর গ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট ছেলে আশরাফুল রহমান মিলন জানান, রুপালী ব্যাংক থেকে অবসরের কিছুদিন আগেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জোয়ার্দ্দার। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করানো হয়। এরপর কিছুদিন স্বাভাবিক চলাফেরা করতে পারলেও গত কয়েকমাস ধরে স্বাভাবিক চলাচলের সক্ষমতা হারান তিনি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ১২.৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পূর্ববর্তী পোস্ট
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তিন জেলার ১৪৮ নমুনা পরীক্ষা
এছাড়া, আরও পড়ুনঃ