মেহেরপুর অফিস: বাংলাদেশ শিল্পকলা একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ‘সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিপি পল্লব ভট্টাচার্য, পারমিতা ভট্টাচার্য প্রমুখ।