মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ হাবিবুর রহমান ম-ল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান বেড়পাড়ার কিতাব আলী ম-লের ছেলে।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা বেড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমানকে গ্রেফতার করার পর তার নিকট থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ