মেহেরপুর অফিস: মেহেরপুরের সাবেক এমপি মরহুম নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে সুরক্ষা সমাগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালের দিকে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সেলিনা আক্তার বানুর নিজ বাসভবনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও অফিসসহ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি বিভিন্ন অফিসে হ্যান্ড স্যানিটাইজার, গ্লালভ, মাস্কসহ সুরক্ষা সমাগ্রী তুলে দেন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সেলিনা আক্তার বানু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেনসহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ