মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস পিরোজপুর ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার মেহেদী হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানের সময় মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিন সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমঝুপি ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার আব্দুল আজিজ তার মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন নবসৃষ্ট বারাদী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোমিনুল ইসলাম মোমিন। বারাদী ইউনিয়নের নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌস, মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তিসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ১৯১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন, নবগঠিত শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন এবং নবগঠিত বারাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।