মেহেরপুর অফিস: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা শাখার বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ জেলা শাখার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা শাখার সভাপতি কমরেড জালালউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হেলালউদ্দীনসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। সভায় মেহেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কমরেড মশিউজ্জামান বাবু’র আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জেলা শাখার সাধারণ সম্পাদকের মৃত্যুতে পদ শূন্য হওয়ায় বর্ধিতসভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কমরেড মো. শহিদুল ইসলাম কাননকে মনোনীত করা হয়।
পূর্ববর্তী পোস্ট
চাঁদাবাজি মামলায় আলমডাঙ্গার ভোগাইলবগাদীর প্রবাসীর স্ত্রীসহ ৫ জন আটক
এছাড়া, আরও পড়ুনঃ