মেহেরপুর অফিস: জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা জাসাসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর জেলা বিএনপি’র অফিস মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা জাসাসের আহ্বায়ক মাহফুজুর রহমান অশেষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ্। আলোচনা সভায় মেহেরপুর জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও জাসাসের সব ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।