উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে ঈদুল আজহার শুভেচ্ছা উপহার প্রদান
মেহেরপুর অফিস: কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রেরণকৃত ঈদুল আজহা ২০২১ এর শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী মেহেরপুরের ৩ জন পুলিশ সদস্যের পরিবারের মাঝে আইজিপি প্রদত্ত ঈদুল আজহার শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম উপস্থিত থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার, (প্রভি) আতিকুর রহমান, সদর থানার ওসি শাহ দারা খাঁন, ডিবির ওসি জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স টিনশেড মিলনায়তনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। নবাগত পুলিশ সুপার মো. রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ কল্যানণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার, (প্রভি) আতিকুর রহমান, সদর থানার ওসি শাহ দারা খাঁন, ডিবির ওসি জুলফিকার আলী প্রমুখ।
মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের ঈদের নতুন পোশাক বিতরণ
মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে শিশু পরিবারের নিবাসীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়। মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি শিশু পরিবার এর ৫৮ জন নিবাসীর মধ্যে পোশাক বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুরে প্রধানমন্ত্রীর আর্থিক প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ
মেহেরপুর অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি জুমের মাধ্যমে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। চেক বিতরণ অনুষ্ঠানের ৩৭ জনকে ৫০ হাজার টাকার করে, ৬ জনকে ৪০ হাজার টাকার করে ও ৬ জনকে ৩০ হাজার টাকার করে চেক প্রদান করা হয়।