মাথাভাঙ্গা ডেস্ক: মুজিবজন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে চুয়াডাঙ্গার দর্শনা দামুড়হুদা ও কুড়ুলগাছিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দর্শনা অফিস জানিয়েছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে দর্শনা পৌরসভা হলরুমে পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, ওয়ার্কার্সপার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজি জয়নাল আবেদীন, হাজি শহিদুল ইসলাম, দর্শনা কাস্টমস সার্কেলের ডেপুটি কমিশনার সাফায়েত হোসেন, দর্শনা পৌর সচিব মনিরুজ্জামান শিকদার, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, হাজি আকমত আলী, শফিকুল আলম, মমিনুল ইসলাম, নাসির উদ্দিন আহমেদ, হাজি হারুন অর রশিদ, দর্শনা ইমাম সমিতির সভাপতি মাও নুরুল ইসলাম, গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, কাউন্সিলর এনামুল কবির, বিল্লাল হোসেন, সুরাতন নেছা প্রমুখ।।
দামুড়হুদা অফিস জানিয়েছে, বিকেল ৫টার দিকে দামুড়হুদা ডাকবাংলা চত্বরে প্রস্তুতিমূলক সভা করে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহসভাপতি হযরত আলী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আ.লীগ নেতা অ্যাড. আবু তালেব, ইউনিয়ন আ.লীগের যুগ্মসম্পাদক নূর আলম লাভলু, মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, অর্থ সম্পাদক শমশের আলী, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সুবহান মণ্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার ইউসুফ আলী খাঁ, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল কাশেম, আ.লীগ নেতা জোনাব আলী, ইউপি সদস্য মুনছুর আলী, ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকনসহ সকল ওয়ার্ড সভাপতি ও সম্পাদক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ।
কুড়–লগাছি প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বিকালে কুড়–লগাছি ইউপি হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ হাবীবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা শাহ মো. এনামুল করিম ইনু, আ.লীগ নেতা হাসমত আলী, রমযান আলী, কামাল হোসেন, কাফি উদ্দীন টুটুল, জুলফিকার আলী, কুদ্দুস, লিয়াকত আলী, রেজু আহম্মদ, আসাদুল হক, জলিল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কুড়–লগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপু।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ