মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলায় করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়াযী উপজেলা প্রশাসন কঠোর অভিযান পরিচালনা করছে। দ্বিতীয় দিনেও অভিযান পরিচালনা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার কথা বলা হয়েছে ও মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা। সন্ধ্যা ৬টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধি নিষেধ কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল আলম জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বুধবার দ্বিতীয় দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহান না করায় ও বিকেল ছয়টার পর দোকান পাট খোলা রাখার করনে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, আনন্দবাস, বাগোয়ান, রতনপুর, শিবপুর, গোপালনগর, রামনগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৫ জনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। মুজিবনগর থানার এসআই প্রসেনজিৎ ও সার্টিফিকেট সহকারী মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া, আরও পড়ুনঃ