মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় মুজিবনগর থানা চত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রাফিউল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মুজিবনগর থানা ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুল আলিমের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এসএম মাহাবুব আলম ও মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ও মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ ওমর ফারুক, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান মধু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, ইউপি সদস্য মো. বাবুল মল্লিক, আরিফ হোসেন, দানা ও রাসেল প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ