মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে ইজিবাইকসহ চালক মো. বিজন (২৬) নিখোঁজ হয়েছে। নিখোজ বিজন মোনাখালী গ্রামের ছাতিমতলা পাড়ার রহমানের ছেলে। নিখোঁজের মামাতো ভাই বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে কয়েকজন লোক চুয়াডাঙ্গাতে যাবে বলে মেহেরপুর থেকে আমার ভাইকে ভাড়া করে নিয়ে যায়। এরপর আমার ভাইসহ তারা ভালাইপুর মোড়ের এটা হোটেলে খাওয়া দাওয়া করে। চুয়াডাঙ্গাতে যাত্রী রেখে বাড়ি চলে আসবো বলে আমার ভাই পরিবারের লোকজনকে জানায়। কিন্তু রাতে বাড়ি ফিরে না আসলে আমি ও আমার পরিবারের লোকজন তার সাথে যোগাযোগের চেষ্টা করলে আমরা তার মোবাইল ফোনটা বন্ধ পায়। আজকে পরিবারের লোকজন মুজিবনগর থানাতে অভিযোগ করতে গেলে চুয়াডাঙ্গাতে যোগাযোগ করতে বলে। মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, নিখোঁজ ইজিবাইক চালকের পরিবারের লোকজন থানাতে অভিযোগ দিতে এসেছিলো কিন্তু ঘর্টনাস্থল চুয়াডাঙ্গা থানার অওতাধীন হওয়াতে আমরা তাদের চুয়াডাঙ্গা থানায় অভিযোগ করতে বলি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.