আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি গ্রামের মালয়েশিয়া প্রবাসির যুবতী স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আলমডাঙ্গার বেলগাছি গ্রামের আফসার আলীর ছেলে হুসাইন গত সাড়ে ৩ বছর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছেরদাইড় গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে সালমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের ৬ মাস পর হুসাইন মালয়েশিয়া চলে যায়। গত ৩ বছর তিনি মালয়েশিয়া প্রবাসি।
এমতাবস্থায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূ সালমা খাতুন প্রবাসি স্বামীর সাথে মোবাইলফোনে আলাপ করেন। পরে রাতের যে কোনো সময়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরদিন অর্থাৎ গত রোববার সংবাদ পেয়ে সালমা খাতুনের পিতা আলমডাঙ্গা থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান। এ আত্মহত্যার কারণ কী সে বিষয়ে তাৎক্ষনিকভাবে তেমন কিছু জানা যায়নি। আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) স্বপন কুমার দাস জানান, স্বামী দীর্ঘদিন দেশে আসেন না। এ বিষয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিলো। গত পরশু রাতে স্বামীর সাথে মোবাইলফোনে কথা বলার পর আত্মহত্যা করেছেন তিনি। তবে স্বামীর সাথে কি কথা হয়েছিলো তাও জানা যায় নি।
এ ঘটনায় থানায় মেয়েটির পিতা প্রাথমিকভাবে একটি অপমৃত্যু দায়ের করেছেন।