মহেশপুর প্রতিনিধি: মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে শিশু ও নারীসহ ৪জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গত সোমবার সকালে ৫৮ বিজিবির অধিনস্থ মাটিলা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে লেবুতলা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার মংলা থানার আরাজিয়া গ্রামের সুলতানের স্ত্রী সুফিয়া বেগম(৫০), সুমন হালদারের স্ত্রী শিউলি বেগম (৩৮) ও তাদের শিশুকন্যা মিম আক্তার (৮) এবং মৃত শাহ আলমের স্ত্রী এমিলী বেগম (৪৫)।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটকৃতদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর স্পর্শকাতর ছবি তুলে ব্ল্যাকমেইল; অভিযুক্ত জিম সহ আটক ৬
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ