মহেশপুর প্রতিনিধি: মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোরে ৫৮ বিজিবির অধিনস্ত মাটিলা বিওপির টহল দল তাদেরকে আটক করে।
৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে অভিযান চালিয়ে মাটিল মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩জন পুরুষ, ১০নারী ও একজন শিশু রয়েছে। আটককৃতরা জানায় তাদের বাড়ি গোপালগঞ্জ, বগুড়া, খুলনা, সাতক্ষীরা, যশোরা ও মাগুরা জেলায়। বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে।