মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে ফেনসিডিলসহ ডাবলু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর ইউপির পোড়াদাহ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ডাবলু যশোর জেলার চৌগাছা থানার বর্ণিশাহপুর গ্রামের কাশেম আলীর ছেলে। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পোড়াদাহ বাজার থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গতকাল রোববার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।