মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর শ্যামকুড় সীমান্তে ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে শ্যামকুড় বিওপির নায়েব সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান উপজেলার নলবিলপাড়ায়। এসময় সেখান থেকে আটক করা হয় শ্যামকুড় গ্রামের মৃত আলীজান মীরের ছেলে জাবেদ মীর (২৫) ও মাইলবাড়িয়া গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে শরিফুল ইসলামকে (৪৯)। একই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬ পিস ইয়াবা। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ