আলমডাঙ্গা ব্যুরো: বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বিপত্তি। বিপরীত দিক থেকে আসা পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক যুবক ও ভ্যানচালক উভয়ে মারাত্মক আহত হয়েছেন। ২৫ জুলাই রোববার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের ব-বিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার রফিকুল ইসলামের ছেলে পবিত্র (২১) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্ডবিল নামক স্থানে তিনি বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগান। সে সময় ভ্যানচালক নওদা বন্ডবিলের হবিবর রহমানের ছেলে মুকুল (৪০) ও মোটরসাইকেল চালক পবিত্র দুজনই রোডের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়েছেন। মাথায় বুকে ও হাতে চোটসহ দুজনই মারাত্মক আহত হয়েছেন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পবিত্রকে রাতেই তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ