বিভিন্ন লেখকের বই পড়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে
চুয়াডাঙ্গায় আয়োজিত সাহিত্য মেলায় দেশের খ্যাতিমান সাহিত্যিক স.ম. শামসুল আলম
স্টাফ রিপোর্টার: ‘বই মানুষকে মহাজ্ঞানী করে গড়ে তোলে। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন লেখকের বই পড়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে। মনে রাখতে হবে বই মানুষের প্রকৃত বন্ধু। যে যত বেশি বই পড়ে, সে তত জ্ঞানী হয়। আমাদেরকে বেশি বেশি বই পড়ার অভ্যাস করতে হবে। তাহলেই আমরা খাঁটি মানুষ হব।’ কথাগুলো বলেছেন দেশের খ্যাতিমান সাহিত্যিক আনন ফাউন্ডেশনের চেয়ারম্যান স.ম. শামসুল আলম। তিনি গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়াস্থ শিশুদের জন্য ফাউন্ডেশন আয়োজিত চুয়াডাঙ্গা সাহিত্য মেলা ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে স.ম. শামসুল আলম বুক কর্নার উদ্বোধন করেন কবি স.ম. শামসুল আলম নিজেই।
ফাউন্ডেশন এডুকেশনাল ট্রান্সপারেসির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের আরেক খ্যাতিমান সাহিত্যিক চন্দন কৃষ্ণ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সাহিত্যিক আনন প্রকাশনের প্রধান নির্বাহী নজরুল ইসলাম নঈম, শিশু সাহিত্যিক ছড়াকার আহাদ আলী মোল্লা ও কবি মেহজাবীন শাপলা। অনুষ্ঠানের প্রধান অতিথি স.ম. শামসুল আলমকে এ সময় শিশুদের জন্য ফাউন্ডেশন সাহিত্য পদক ২০২৩ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিশুদের জন্য ফাউন্ডেশনের পরিচালক ফখরুল ইসলাম।