জীবননগর ব্যুরো: জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা শহরতলীর নারায়ণপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে পরিচালিত অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় ফেনসিডিল ও অন্যান্য মাদক দ্রব্যসহ আবুল বাশার (৬০) ওরফে বাদশাকে আটক করেছে।
ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বিজিবির নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে জীবননগর বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার আমিরুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যর একটি বিজিবি দল দুপুরে নারায়ণপুর সরকারপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ১০২ এসকুফ কোডিনি সিরাপ, ৩০ বোতল কোরেক্স ডিএক্স সিরাপ ও একটি পুরাতন বাইসাইকেলসহ আবুল বাশার ওরফে বাদশাকে আটক করেন। আটক বাদশা নারায়ণপুর সরকারপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ী বাদশাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজিবি গতকালই তাকে জীবননগর থানাতে সোপর্দ করে। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক উপরোক্ত মাদক দ্রব্যসহ মাদক ব্যবসায়ী বাদশা আটকের বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এছাড়া, আরও পড়ুনঃ