স্টাফ রির্পোটার: মোবাইলে প্রেমের সম্পর্কে প্রেমিকার ডাকে সাড়া পেয়ে রাজবাড়ি থেকে প্রমিক লিমন নামে এক যুবক দশমী গ্রামের এক প্রবাসীর স্ত্রী ঘরে ঢুকে গ্যাঁড়াকলে পড়েছে ওই যুবক। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত ১১ টার দিকে। ওই রাতেই এলাকাবাসী যুবককে ঘরে বন্দি করে গণধোলাই দিয়ে গতকাল রোববার বিকেলে ওই যুবককে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশে হাতে তুলে দেয়া হয়।
জানা গেছে, রাজবাড়ি বলদিয়া গ্রামের কবির হোসেনের ছেলে লিমন হোসেন (২২) কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের মন্টুর মেয়ে দশমী দিঘিরপাড়ার প্রবাসী বাবুল আক্তারের স্ত্রী রিতু খাতুনের সাথে মোবাইল ফোনে প্রেম সম্পর্ক গড়ে তোলেন। গত শনিবার রাতে লিমন তার প্রেমিকের ডাকে ছুটে আসে তার ভালোবাসার মানুষের বাড়িতে, অবশেষে ধরা খেল রিতুর স্বামী বাড়িতে দুজন। এ বিষয়ে লিমন জানান, আমার সাথে দীর্ঘ ১ বছর যাবত রিতুর সাথে আমার মোবাইলে প্রেম সম্পর্ক গড়ে ওঠে, কোনদিন রিতু খাতুন আমাকে বলেনি আমি বিবাহিত; আমাকে মোবাইল ফোনে আসতে বলে আমাদের বাড়িতে আসো এই বলে আমি রাত ১০টার দিকে তার বাড়িতে ঢুকি, পরে আমাকে তার চাচা সবুজ ও তার লোকজন আটক করে ঘরের মধ্যে বন্দি করে মারধর করে আমার কাছে ১৩ হাজার টাকা, সবুজ বলে তার চাচা কেড়ে নেয়। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্পের এএস আই জাহিদ হাসান সত্যতা নিশ্চিত করে জানান, দশমী গ্রামের প্রবাসীর স্ত্রী রিতু খাতুন নামের এক মেয়ের সাথে রাজবাড়ীর এক ছেলের সাথে প্রেম সম্পর্ক করে ওই যুবক রাতে মেয়ের বাড়িতে আসাতে মেয়ের চাচা সবুজসহ জনতা ধরে আমাদের ক্যাম্পে দিয়ে যায়, পরে লিমন বলে ওই ছেলের পরিবারের লোকজন এসে মোচ নামা দিয়ে তাদের ছেলেকে নিয়ে যায়।