জীবননগর ব্যুরো: জীবননগর ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সাবেক প্রভাষক ও হাইস্কুলপাড়ার মৃত মুন্সী আলী আহাম্মদের বড় ছেলে প্রভাষক আহাম্মদ আলী ওরফে ভটু প্রফেসরের আজ ১২তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালে এ দিনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
মরহুমের জন্য আজ মঙ্গলবার জীবননগর হাফেজিয়া মাদরাসায় দিনভর কুরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মরহুম আহাম্মদ আলী ওরফে ভটু প্রফেসর জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান এমআর বাবুর বড় ভাই ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, মা, ৫ ভাই ও ৬ বোন রেখে যান। মরহুমের জন্য তার পরিবারের পক্ষ হতে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।