স্টাফ রিপোর্টার: সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে পুরস্কার পেলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন। গতকাল বৃহস্পতিবার খুলনার সিএসএস আভা সেন্টারে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ২০২০-২১ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি ও খুলনা বিভাগীয় সমাজসেবা পরিচালক আব্দুর রহমান এ স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। একই সাথে ২০২০-২১ অর্থ বছরে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণে যথাসময়ে শতভাগ পেরোল প্রদান করায় মোমিতা পারভীনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন বিভাগীয় কমিশনার। শ্রেষ্ঠ উপজেলা সমাজসেবা অফিসারের পুরস্কার পাওয়ায় মৌমিতা পারভীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া।
পূর্ববর্তী পোস্ট
আওয়ামী লীগ জমা দেবে আজ : বিএনপি-সিপিবিসহ তালিকা দেবে না ১০ দল
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ