হাসাদাহ প্রতিনিধি: জীবনগর উপজেলার রায়পুর ইউনিয়রে বালিহুদা গ্রামে মশিয়ার রহমানের স্ত্রী শেফালী বেগমের (২৫) ঘরে রক্ষিত স্বামীর গরু বিক্রির ৬০ হাজার টাকা হাতিয়ে পরকীয়া প্রেমিক প্রতিবেশি আমিরুল ইসলামের (৩০) বাড়িতে গিয়ে অবস্থান করছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে শেফালী এ অবস্থান করছে বলে জানা গেছে।
স্বামী মশিয়ার রহমান অভিযোগ করে বলেন,আমার স্ত্রী শেফালী বেগম তিন সন্তানের জননী। সে আমার প্রতিবেশী কলম আলীর ছেলে ২ সন্তানের জনক আমিরুলের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে কয়েক বার নিষেধ করা হলো প্রেম বন্ধ হয়নি। গত বৃহস্পতিবার সকালে আমি কাজের জন্য মাঠে চলে গেলে এই সুযোগে ঘরে থাকা গরু ও ভুট্টা বিক্রয়ের ৬০ হাজার টাকা ও ঘরের কিছু আবাসপত্র শাড়ী নিয়ে পরকীয়া প্রেমিক আমিরুলের বাড়িতে গিয়ে ওঠে। আমি তাকে নিয়ে আসতে গেলে সে আমার ও আমার ভাতিজা সাইদুর রহমানকে গালিগালাজ করে। জোর করলে এসময় শেফালী পালিয়ে যাওয়ার সময় ঘরের পাঁচিলের উপরে থাকা টিনে তার মাথা কেটে যায়। পরে গ্রামে সালিস বসলে আমিরুল ও স্ত্রী শেফালী ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে এবং সালিশ বিচার না মেনে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। মশিয়ার রহমান জানান, শেফালীর সাথে আমিরুলের অবৈধ সম্পর্ক থাকার কারণে আমিরুলের স্ত্রী সাথী ২ সন্তান ফেলে রেখে গত ছয় মাস পূর্বে গলাই দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।