মেহেরপুর অফিস: মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রমজানকে স্বাগত জানিয়ে শহরে আনন্দর্যালি বের করে মেহেরপুর জেলা জাতীয় ইমাম সমিতি। গতকাল শুক্রবার বিকেলে ওই আনন্দ র্যালি বের করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রোকনুজ্জামানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর কোর্ট জামে মসজিদের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌরসভা সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন ধরনের ¯েøাগান দেয়া হয়। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমামগণ র্যালিতে অংশগ্রহণ করেন।