চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ডিসি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চেম্বার ভবণে শীতবস্ত্র বিতরণ উদ্বোধনকালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সকল ব্যবসায়ীকে বাড়তি মুনাফার লোভ এড়িয়ে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা যে যেখানে আছি আমাদের নীতি নৈতিকতা ঠিক রেখে কাজ করলে সমাজ উপকৃত হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকেও যেমন এগিয়ে আসতে হবে, তেমনই ওদের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ সৃষ্টিতে সকলকে সচেষ্ট হতে হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক। চেম্বার ভবনের হলরুমে ৬ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র পরিচালক বাজুস’র সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা, সাহেদ গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক সাহেদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। এ সময় আরও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক এসএম তসলিম আরিফ বাবু, কিশোর কুন্ডু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, সালাউদ্দিন মো. মর্র্তুজা, এএনএম আরিফ, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, পরিবেশক সমিতির সভাপতি হাজি সালাউদ্দিন চান্নুসহ আরও অনেকে। এর আগে নবাগত জেলা প্রশাসক চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সে এলে চেম্বার সভাপতিসহ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চুয়াডাঙ্গার সর্বস্তরের নেতৃবৃন্দের সমন্বয়ে এক পরিবারভুক্ত হয়ে উন্নয়নে কাজ করবো। চুয়াডাঙ্গা হবে ন্যায় নীতির সম্প্রীতির জেলা।