স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাসকররার বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান পান্না আর নেই। গতকাল শুক্রবার তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। কামরুজ্জামান পান্না খাসকররা দক্ষিণপাড়ার সাবেক চেয়ারম্যান প্রয়াত নফিজ উদ্দিন মাস্টারের একমাত্র ছেলে। গতকালই বাদ আসর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
পারিবারিকসূত্রে জানা গেছে, তিন কন্যা সন্তানের জনক কামরুজ্জামান পান্না শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢুলে পড়েন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজনসহ শুভাকাক্সক্ষীরা এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমান। বাদ আসর খাসকররা ডিগ্রি কলেজ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফান সম্পন্ন করা হয়। জানাজায় এলাকার বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃকর্মীরা অংশ নেন। কামরুজ্জামান পান্না খাসকররা গণিশাহ কিন্ডারগার্টেনের পরিচালনা করে আসছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ