কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের পরীক্ষার্থীদের মিলন মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচটির পরীক্ষার্থীরা অংশ নেয় এ মিলন মেলায়। গতকাল মঙ্গলবার দিনব্যাপী শিবনগরের ডিসি ইকোপার্কে শিক্ষার্থীসহ অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকা এসএসসি ব্যাচের বন্ধুরা এসেছিলেন প্রাণের টানে। বন্ধুদের কাছে পেয়ে যেনো ক্ষণিকের জন্য সকলে মিলে ফিরে গেলেন তারুণ্যের সেই দিনগুলোতে। এসময় উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক এমএ গফুর, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রফিউদ্দিন আহমদ, মো. শফিকুর রহমান শফিক, মো. আমির হোসেন, মজিবর রহমান, বর্তমান প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক আবুল হোসেনসহ সকল প্রাক্তন শিক্ষার্থীরা।