কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের ফকিরপাড়া মোড়ে রাস্তার ধারে গর্তে বৈদ্যুতিক তারের খুঁটি। সেই খুঁটির চারপাশে মাটি সরে যাওয়ার ফলে খুঁটিটি ঝুঁকির মধ্যে রয়েছে। মাটি ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফকিরপাড়ামোড়ে সড়কের ধারে বড় একটি গর্তে দীর্ঘদিনের বৈদ্যুতিক খুঁটি রয়েছে। খুঁঁটির চারিদিকের মাটি সরে যাওয়ার কারনে খুঁটিটি ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা বলছেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বিষয়টি পল্লি বিদ্যুত সমিতি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা।