দেহভোগের অভিযোগ : বিয়ের দাবিতে অনশন
কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার সদাবরী গ্রামের মিলন হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুল ছাত্রীর দেহভোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসা ছাত্রী বিয়ের দাবিতে মিলনের বাড়িতে অবস্থান করলে মিলনের বাবা জব্বার ও তার মাসহ পরিবারের লোকজন তাকে নির্যাতন করে বিতাড়িত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, কুড়–লগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের জব্বারের ছেলে মিলন হোসেন কার্পাসডাঙ্গার এক মাদরাসার নবম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। দীর্ঘ প্রায় দেড় বছরের সম্পর্কে মিলন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার দেহভোগ করে। এক পর্যায়ে মিলনকে ওই ছাত্রী বিয়ের কথা বললে সে আজকাল করে ঘোরাতে থাকে। গতকাল রোববার বিকাল ৩ টার দিকে ওই ছাত্রী বিয়ের দাবি নিয়ে মিলনের বাড়িতে অবস্থান করে। অভিযোগ উঠেছে মিলনের পিতা জব্বার ও তার মাসহ পরিবারের লোকজন ওই ছাত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। মেয়ের উপস্থিতিতে মিলনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়ি পাওয়া যায়নি। এ বিষয়ে ওই ছাত্রী জানায়, মিলন প্রেমের ফাঁদে ফেলে আমার সর্বনাশ করেছে। তাকে না পেলে আমার মরা ছাড়া আর কোন উপায় নেই। সে আমার সম্পর্কের সব প্রমাণ আমার কাছে আছে। অনেক অন্তরঙ্গ ছবি রেকডিং সব আছে। শুধু আমরা গরিব অসহায় বলে বিচার পাচ্ছি না।