স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলা প্রশাসনের নাজির ওমর ফারুকের শাশুড়ি আনোয়ারা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি একই গ্রামের মৃত নূর বকসের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
পরিবারের সদস্যরা জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন আনোয়ারা খাতুন। পরে বাড়িতেই তার চিকিৎসা চলছিলো। সেখানে গতকাল সন্ধ্যায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৫ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছোট জামাতা ওমর ফারুক দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়–লগাছি দাখিল মাদরাসায় নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে। মরহুমের জানাজায় শরিক হতে সকলকে অনুরোধ করেছে পরিবারের সদস্যরা।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ