ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার আরামডাঙ্গা গ্রামের খোকনকে গাঁজাসহ গ্রেফতার করলেও আজিজুল নামে এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। জেলা পুলিশে সূত্রে জানা যায়-গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মোটরসাইকেলযোগে দুজন গাঁজা নিয়ে আসছে। এ সংবাদ পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই ইমরান হোসেন ও এএসআই মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সড়কের বাটকেমারি নামক স্থানে অভিযান চালায়। অভিযানে খোকনকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করলেও মোটরসাইকেল চালক আজিজুল ইসলাম পলাতক রয়েছে। আটককৃত খোকন আলী (২৮) দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের খতিব আলী মোড়লের ছেলে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে আটককৃত ও পলাতক আজিজুলের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করা হবে বলে জানিয়েছে।