দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ দামুড়হুদায় অভিযান চালিয়ে চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে কেরু এন্ড কো. লিমিটেডের একটি মালবাহী কাভার্ড ভ্যান ও ১০লিটার চোলাই মদ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই রফিকুল ইসলাম, এএসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দামুড়হুদা থানাধীন লোকনাথপুর তালতলা গ্রামস্থ ফায়ার সার্ভিস সংলগ্ন চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে। গত পরশু সোমবার রাত আনুমানিক ১০টার দিকে সড়কে বেরিকেট দিয়ে দর্শনা কেরু এন্ড কো. লিমিটেডের একটি ট্রাক (কাভার্ড ভ্যানের) গতিরোধ করা হয়। এ সময় আটক করা হয় কেরু এন্ড কো. লিমিটেডের কাভার্ড ভ্যানের ড্রাইভার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত কলম মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৪০), দর্শনা মোহাম্মদপুর গ্রামের আ. খালেকের ছেলে (হেলপার) শরিফুল ইসলাম ওরফে বাপ্পা (৩৫) ও কুড়–লগাছি গ্রামের নুর ইসলামের ছেলে (কাভার্ড ভ্যানের ড্রাইভার) শুকুর আলী (৩২)। ওই সময় আটককৃতদের হেফাজতে থাকা ১০লিটার চোলাই মদ ও কেরু এন্ড কো. লিমিটেডের কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দামুড়হুদায় অভিযান চালায় একটি অভিযানকারী দল। এ সময় কেরু এন্ড কো. লিমিটেডের একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে ড্রাইভারসহ ৩জনকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০লিটার চোলাই মদ ও একটি কাভার্ড ভ্যান। রাতেই জেলা গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায়। গতকাল মঙ্গলবার সকালে আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.