ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও বিশিষ্ট ব্যাবসায়ী আমির হোসেন (৯২) বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …………. রাজেউন)। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে রামনগর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরের দিন মঙ্গলবার সকাল ৯টার দিকে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন মহল শোক সম্মত পরিবারকে সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আমির হোসেন জুড়ানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত নছের আলীর ছেলে ও ডাক্তার এনামুল কবিরের পিতা ছিলেন।
এদিকে মরহুমের দাফনে অংশগ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন জুড়ানপুর ইউনিয়ের চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, ভালাইপুর বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, ব্যাবসায়ী গোলাম মোস্তফা মুক্তার, ছানোয়ার হোসেন ও মহিউদ্দীন ময়েন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ