স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামের রিপন আলীকে গাঁজাসহ আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২২ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদ- প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় কুড়ুলগাছি বাগানপাড়ার কুদ্দুস আলীর ছেলে রিপন আলীকে (২৭) নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২২ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদ- ও পঞ্চাশ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই সাজাপ্রাপ্ত রিপনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।