ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের ইব্রাহিম খলিলকে ২১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। ইব্রাহিম খলিল (৩২) কার্পাসডাঙ্গা খাবলি পাড়ার জামাল উদ্দিন খাবলির ছেলে। পুলিশ জািনয়েছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই ইমরান হোসেন ও এএসআই মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কাঞ্চনতলা প্রাইমারি স্কুল নামক স্থানে অভিযান চালান। অভিযানে ইব্রাহিম খলিলকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে আটককৃতের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করা হবে বলে জানিয়েছে।