দর্শনা-মুজিবনগর সড়কের পিচঢালাই কাজ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে মুজিবনগরের রতনপুর মোড়ে কার্পেটিং করার মাধ্যমে এ সড়কে পিচঢালাইয়ের কাজ শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারি রফিকুল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার বিপ্লব, সুপারভাইজার আব্দুস সাত্তার, তরিকুল ইসলামসহ কর্মচারিবৃন্দ।
উল্লেখ্য, গত ২০২০ সালের দর্শনা-মুজিবনগর মহাসড়কে টু-লেন রাস্তার কাজ শুরু হয়। ওই বছরের ২২ নভেম্বর দর্শনা বাস স্টেশন চত্বরে ১৪৯ কোটি টাকা ব্যয়ের নির্মাণকাজ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।