দর্শনা পৌর নির্বাচনকে সামনে রেখে আ.লীগের বর্ধিত সভায় এমপি টগর
নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে
দর্শনা অফিস: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে দর্শনা পৌর নির্বাচন। এ নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দর্শনা পৌর আ.লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, ব্যক্তি নয়, দল ও প্রতীক দেখে ভোট দিতে হবে। নৌকা প্রতীক যেই পাবে তার জন্যই আ.লীগের নেতাকর্মীদের ভোটযুদ্ধে মাঠে নামতে হবে। মনে রাখতে হবে এ নৌকা বঙ্গবন্ধু নৌকা, এ নৌকা শেখ হাসিনার নৌকা। তাই এ নৌকার মর্যাদা দিতে হবে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তার অঙ্গ-সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে। আ.লীগের মনোনীত প্রার্থী দর্শনা পৌর মেয়র নির্বাচিত হলে ব্যাপক উন্নয়ন হবে এ শহরের। তাই নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ থাকলে তা ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে নৌকার বিজয়ের জন্য। দর্শনা পৌর আ.লীগের সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, হাজি জয়নাল আবেদীন, মোমিনুল ইসলাম, হাজি এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজি শহিদুল ইসলাম, শফিকুল আলম, গোলাম ফারুক আরিফ, মুন্সি সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন, আ. গফুর, আ. খালেক, কামাল উদ্দিন আহমেদ সান্টু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সহ-সভাপতি সোলায়মান কবির, সহ-সম্পাদক আ. মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, সহ-সভাপতি মামুন শাহ, যুবলীগ নেতা মনির সরদার, ফয়সাল, নেফাউর রহমান মন্টু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগনেতা রিপন, মিল্লাত, লোমান, রাসেল, নাজিম, মোহাম্মাদ, প্রভাত, রায়হান, অপু সরকার প্রমুখ।