দর্শনা অফিস: চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ দর্শনা ও কার্পাসডাঙ্গায় অবৈধ মোটরযান বিরোধী অভিযান চালিয়েছে। দিনভর এ অভিযানে বিভিন্ন অভিযোগে ১৫৪ জন মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা ও ৫০টি মোটর সাইকেল জব্দ করেছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চুয়াডাঙ্গা ট্রফিক অফিসের টিআই শাহাব উদ্দিন, আমিরুল ইসলাম, মেহেদী হাসান ও মাহফুজুর রহমান, সার্জেন নবাব ও শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দর্শনা বাসস্ট্যান্ড এবং কার্পাসডাঙ্গায় অভিযান পরিচালনা করেন। এ সময় রেজিঃবিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে ৫০টি। মোটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, বাইকে তিনজন চড়াসহ বিভিন্ন অপরাধে ১৫৪ জন মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মোটর সাইকেল দর্শনা থানা ও কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প হেফাজতে রাখা হয়।