দর্শনা অফিস: দর্শনায় দিনব্যাপী বিনামূল্যে রোগ নির্ণয়, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। অভিজ্ঞ চিকিৎসরা এ চিকিৎসা সেবা দিয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে এ আয়োজনের উদ্বোধন করা হয়। দর্শনা সরকারি কলেজের ৮৭ ব্যাচের যুব সাহায্য সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা জামান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আ.লীগ নেতা জাহিদুল ইসলাম, আব্দুল হাকিম ও আবু সাঈদ মো. হাসান। দর্শনা পৌর এলাকার দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন ডা. জাহাঙ্গীর আলম। সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন যুব সাহায্য সংস্থা-৮৬ ব্যাচের সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, বজলুর রহমান, মোস্তফা জামান লাভলু, ইউনুস আলী, হারুনুজ্জামান, মোতাহার হোসেন, মনিরুজ্জামান, আব্দুর রশিদ, বুলবুল, রেজাউল, দৌলা, আক্কাস, ফজের আলী, সোহাগী, বেলী, স্বপ্না, সুফিয়া, ডেইজি, হিরা প্রমুখ।