দর্শনা অফিস: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ পাঠানপাড়ার মুন্না নামের অভিযুক্ত এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃত মুন্নাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদ-ে দ-িত করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ ও পরিদর্শক ভূপতি কুমার বর্মন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের পাঠানপাড়া এলাকায়। এ সময় পাঠানপাড়ার রেলকলোনীর কুদ্দুস শিকদারের ছেলে মনিরুল ইসলাম মুন্নার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা। এ ঘটনায় আটক করা হয় মুন্নাকে। ঘটনাস্থলেই দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের ভ্রাম্যমাণ আদালতে মুন্নাকে হাজির করা হলে গাঁজা রাখার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ১শ’ টাকা জরিমানার আদেশ দেন।