স্টাফ রিপোর্টার: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি প্রদানের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন গত ২৬ মার্চ সন্ধ্যায় মো. রফিক উদ্দীন সাজ্জাদকে সভাপতি এবং মাউনজিরা বিশ্বাস সুরভীকে সাধারণ সম্পাদক হিসাবে নতুন কমিটি ঘোষণা করে। এছাড়া কমিটির অন্যান্য সদস্য হলেন মো. নূর আলম আকাশ (অর্থসম্পাদক) এবং মো. সাইফুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক)। কমিশন আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ প্রদান করে। সভায় উপস্থিত ছিলেন ডুসাকের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সাংবাদিক আহমেদ পিপুল। প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মো. রুহুল কুদ্দুস শিপন, পিএসসির সহকারী পরিচালক আনিসুর রহমান আনিস, কাস্টমস অফিসার তরিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি মিজানুর রহমান পিকুল, সাবেক ডাকসু সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদা পারভীন, সাবেকদের মধ্যে নাইমুল হক রিংকু, কাজী সদরুল উলা বাবু, পলাশ খন্দকার, জাহাঙ্গীর আলম তাজ, হাসিব হাসান ও ডুসাকের বর্তমান সভাপতি মো. নাজমুল হোসাইন (সুজন) সাধারণ সম্পাদক আব্দুস সালাম। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন যে নতুন কমিটির গতিশীল নেতৃত্বে এগিয়ে যাবে ডুসাক। আগামী ১৯ এপ্রিল সন্ধ্যায় সংগঠনের বার্ষিক ইফতার মাহফিলে ও নবীন বরণের মধ্যদিয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে ডুসাকের সাবেকও বর্তমান সকল সদস্য, উপদেষ্টা, পৃষ্ঠপোষক, শুভান্যাধ্যায়ীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ