মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় তিন মাসে আত্মহত্যা করেছে ৮৮ জন। এর মধ্যে পুরুষ ৩৭ জন আর নারী ৫১জন। ঝিনাইদহ মানবধিকার সংগঠন আরডিসির ও সির্ভিল সার্জন এবং ডিসি অফিসের সূত্রে প্রকাশ, ২০২৩ সালে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত গলায় ফাঁস ও বিষপান করে ঝিনাইদহ জেলায় আত্মহত্যা করেছে মোট ৮৮ জন। এর মধ্যে পুরুষ ৩৭ জন আর নারী ৫১ জন। বিগত ৩ মাসে যে আত্মহত্যা হয়েছে তারমধ্যে শীর্ষে রয়েছে শৈলকূপা উপজেলা যার সংখ্যা ২৪ জন, নারী ২০জন ও পুরুষ ৪জন। ২য় অবস্থানে রয়েছে ঝিনাইদহ সদর যার সংখ্যা ২১জন। ৩য় অবস্থানে রয়েছে কালিগঞ্জ যার সংখ্যা ১৯জন। ৪র্থ অবস্থানে রয়েছে মহেশপুর যার সংখ্যা ৯জন। ৫ম অবস্থানে রয়েছে হরিণাকুন্ড যার সংখ্যা ৮জন। ৬ষ্ঠ অবস্থানে রয়েছে কোটচাঁদপুর যার সংখ্যা ৭জন। আত্মহত্যা প্রবণতা রোধে সামাজিক সচেতনা বাড়ানোর জন্য বর্তমান জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জিও-এনজিও সমন্বয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিমধ্যে। যার ফলে গত বছর থেকে এই বছর আত্মহত্যার সংখ্যা কিছুটা নিম্নমুখী। তিনি সকলকে আত্মহত্যা প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.