জীবননগর হাসাদাহ থেকে ৯ হাজার পিচ ইয়াবা উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ডের অনতিদূর হতে পরিত্যক্ত একটি শপিং ব্যাগ হতে প্রায় ৯ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের একটি টিম বুধবার ১২টার দিকে এ অভিযান পরিচালনা করে।

ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ঢাকায় পাচারের উদ্দেশ্যে হাসাদাহ বাসস্ট্যান্ডের অনতিদূরে ইয়াবার একটি বড় চালান রাখা হয়েছে গোপন এ সংবাদ পায় মহেশপুর ব্যাটালিয়ন। খবরের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করেন। এসময় একটি শপিং ব্যাগে থাকার জুতার খালি বাক্স হতে ৮ হাজার ৮৬২ পিচ ইয়াবা উদ্ধার করে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এ তথ্য সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More