জীবননগর ব্যুরো: ২০২২-২০২৩ অর্থবছরে রবি মরসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল উফসী ও হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জীবননগর উপজেলায় ৪ সহ¯্রাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর কৃষি বিভাগের উদ্যোগে এ সার ও বীজ কৃষকদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও ইউএনও মো. রোকনুজ্জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তাগণ।
প্রণোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪ হাজার ৬০ কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। এর মধ্যে উচ্চ ফলনশীল উফসী জাতের ধান চাষের জন্য ১ হাজার ৬৮০ জন কৃষককে ৫ কেজি করে উফসী জাতের ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ২ হাজার ৩৮০ জন হাইব্রীড জাতের ধান চাষিদের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয় বলে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানিয়েছেন।