জীবননগরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ

 

জীবননগর ব্যুরো: জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জীবননগর হাফিজিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তারা মাদরাসার ৬০ শিক্ষার্থী এবং ভ্যানচালকসহ ১২০ জনের মধ্যে খাবার বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জীবননগর মানবিক সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমআই মুকুল, মানবিক সংগঠনের উদ্যোক্তা সাংবাদিক এইচএম হাকিম, সাংবাদিক লিটন, সাংবাদিক চঞ্চল, স্বেচ্ছাসেবক সুমন, উথলী ইসলামী এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্বাধিকারী রিজভী আহম্মেদ, হিমেল ট্রেডিংয়ের পরিচালক আব্দুল হালিম, ব্যাবসায়ী কাওসার আলী, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক সংগঠনের উদ্যোক্তা আবুবক্কর এবং মো. রাকিম। এছাড়াও সহযোগিতা করেন জীবননগর মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা জেমস অলক চৌধুরী, অ্যাডভোকেট কায়জার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, সাথী অটো রাইস মিলের পক্ষে এস কে বকুল, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. রাশেদুজ্জামান, সাবেক ফুটবলার কাজী মামুনুজ্জামান আদুন, ডা. জসিম উদ্দিন, অংকন ডায়াগণস্টিক সেন্টারের মো. মানিক, আর এস ট্রেডার্সের মালিক ইসমাইল হোসেন, মাসুম গ্যারেজের পরিচালক মো. মাসুম, তানজিনা ক্লিনিকের স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম, আক্তার স্টোরের মালিক মো. আক্তার হোসেন, মানবিক যোদ্ধা সামিউল ইসলাম অভি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More